ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

মানববন্ধন অনুষ্ঠিত

‎রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৯:০৮ এএম
মানববন্ধন

রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে আইসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন রাঙামাটি ইয়ুথ মিশনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‎এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাঙামাটি কলেজ ছাত্রনেতা ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের মুখপাত্র ওয়াহিদুজ্জামান রোমান, মোস্তাফা রাজু, রাঙামাটি ইয়ুথ মিশনের সভাপতি সিয়াম মাহমুদ সাধারণ সম্পাদক মো. নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, দপ্তর সম্পাদক  সাব্বির হোসেন ও অন্যান্য সদস্য। ‎

মানববন্ধনে বক্তারা বলেন, রাঙামাটি জেনারেল হাসপাতালে আধুনিক আইসিইউ প্রতিস্থাপন এবং উন্নত মানের চিকিৎসাব্যবস্থা নিশ্চিতকরণ এখন সময়ের দাবি। ‎পাহাড়ি অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার উন্নতির জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে তারা স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।