ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৬:০৯ এএম
মাদারীপুর

মাদারীপুর শহরের জজকোর্ট সংলগ্ন ট্রাকস্ট্যান্ড এলাকার কারফু মোল্লার ছেলে ইয়াসিন মোল্লাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে একই এলাকার কাইয়ুম বেপারী ও ইস্রাফিল বেপারী গংদের বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে শহরের ট্রাক স্ট্যান্ড এলাকায় অনিক মটরসের সামনে মোটরসাইকেল সঙ্গে নিয়ে দাঁড়ানো ছিলেন তিনি। এ সময় ১০-১২ জন কিশোর এসে হঠাৎই এলোপাতাড়ি কোপ শুরু করেন। এতে অন্তত ৪-৫টি কোপ লেগে গুরুতর আহত হন ইয়াসিন। এ সময় ইয়াসিনের ব্যবহৃত একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে তার ডাক, চিৎকার শুনে আশপাশে লোকজন এগিয়ে এলে দ্রুত পালিয়ে যান হামলাকারীরা। ঘটনার পরপরই তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন বলেন, ‘রাতে ইয়াসিন মোল্লা নামের এক ছেলেকে স্থানীয় দ্বন্দ্বের জেরে হামলার খবর পেয়েছি। এখনো থানায় এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ  নেওয়া হবে।