চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালেই উপজেলার ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এদিন শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং স্কুল আঙিনায় রোপণ করা হয়।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদুর রহমান চৌধুরী, জামায়াত নেতা এম ডি জুনায়েদ, প্রেসক্লাব সভাপতি সাইফুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজসহ অন্যান্য সদস্যরা। উদ্যোগটি স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।