ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মতবিনিময় সভা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০১:৪০ এএম

অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় জয়পুরহাটের পাঁচবিবিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ইউপি চেয়ারম্যান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় পাঁচবিবি থানার ওসি নিয়ামুল হকের সভাপতিত্বে থানার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অপরাধ প্রবণতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিষয়ে বক্তব্য রাখেনÑ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের আমির ডা. সুজাউল করিম, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মুক্তার, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, আটাপুর ইউপি চেয়ারম্যান আসম সামছুল আরেফিন চৌধুরী আবু, পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস, বালিঘাটা ইউপির প্যানেল চেয়ারম্যান মামুন সরকার, এসআই নুরুন্নবী, হেলাল উদ্দিন ও আলমগীর হোসেন প্রমুখ।