যশোরে সোহাগ পরিবহনের একটি বাস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যশোর-মাগুরা মহাসড়কের মনোহরপুরের সিদ্দিক ফিলিং স্টেশন এলাকায় যাত্রীবাহী বাসটিতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীর নাম মহিবুর রহমান ওরফে রিমন (৩১)। তিনি চট্টগ্রামের সিতাকু- থানার মাছিজিদ্দা কুমিরা গ্রামের শাহ আলমে ছেলে।
এ ব্যাপারে গতকাল সোমবার কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে একটি টিম মনোহরপুরের সিদ্দিক ফিলিং স্টেশন এলাকায় অবস্থান নেয়। পরে সোহাগ পরিবহনের বাসে তল্লাশি চালানো হয়। এ সময় মহিবুর রহমান ওরফে রিমনের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন