১০ দফা দাবিতে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। গতকাল সোমবার সকাল ৯-১০টা পর্যন্ত উপজেলার কাঠালি এলাকায় শেফার্ড গ্রুপের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের দাবিগুলো পর্যালোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকদের ১০ দফা দাবিগুলো হলো- সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ করতে হবে, প্রতি মাসের বেতন মাসের ১০ তারিখের মধ্যে প্রদান করতে হবে, শান্তিপূর্ণ আন্দোলনের কারণে কোনো শ্রমিককে চাকরিচ্যুত করা যাবে না, ওভারটাইম হার পূর্বের মতো ৬৮ শতাংশ রাখতে হবে, বর্তমান ৫২ শতাংশ বাতিল করতে হবে, হাজিরা বোনাস ১,০০০ টাকা নির্ধারণ করতে হবে, টিফিন বিল ১৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করতে হবে, প্রতিদিন ন্যূনতম ৪ ঘণ্টা ওভারটাইম দিতে হবে, অবসর গ্রহণের পর পেনশন ও ফান্ডের টাকা দুই মাসের মধ্যে পরিশোধ করতে হবে, শ্রমিকদের সর্বনি¤œ বেতন ১০,৪১৭ টাকা নির্ধারণ করতে হবে, প্রতি বছর ন্যূনতম ১০ শতাংশ হারে বেতন বৃদ্ধি করতে হবে।
শ্রমিক নেতারা জানিয়েছেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তারা পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হবেন। শিল্প পুলিশ-৫’র পুলিশ সুপার ফরহাদ হোসেন খান জানান, বলেন, শিল্প পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বেতন প্রদানের ব্যবস্থা করা হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন