নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অগ্নিকা-ের সময় করণীয়, নিয়ন্ত্রণের কৌশল এবং আহত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন