বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ফোরাম বেলাবো উপজেলা শাখা, জেলা-নরসিংদী শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে সর্বস্তরের শিক্ষকদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে সর্বস্তরের শিক্ষকদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। মানববন্ধন শেষে বক্তারা জানান হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হলে অনির্দিষ্টকালের জন্য স্কুলের সব কার্যক্রম বন্ধ করে বৃহৎ পরিসরে আন্দোলনে যাওয়ার হুমকি দেন শিক্ষক নেতারা। বারৈচা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল বলেন, ‘আমরা শিক্ষকের ওপর হামলার বিচারের দাবিতে ক্রমান্বয়ে এগিয়ে যাব। প্রাথমিক পর্যায়ে আজকের এই আন্দোলন। শিক্ষকতাকে মহান পেশা বলা হলেও, দুঃখজনকভাবে এ পেশার মানুষদের প্রাপ্য মর্যাদা ও ন্যায্য অধিকার আজও নিশ্চিত হয়নি। শিক্ষা ও গবেষণায় মনোনিবেশ করার পরিবর্তে শিক্ষকদের রুটিরুজির জন্য বারবার রাস্তায় নামতে হচ্ছে, যা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও লজ্জাজনক।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন