ঝিনাইদহ সদরের ধনঞ্জয়পুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয় তিনটি বাড়ি। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত থেমে থেমে চলে এই সংঘর্ষ। আহতদের মধ্যে দুজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ বিশ্বাস এবং একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাবুর মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলছে। দুই পক্ষের সমর্থকদের মধ্যে কয়েক দিন আগে গ্রামটিতে কয়েক দফা ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকালে উভয় পক্ষের সমর্থকেরা আবারও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়, ভাঙচুর করা হয় উভয় পক্ষের তিনটি বাড়ি।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আধিপত্য বিস্তারের জেরে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন