যুবসমাজকে সুস্থ, সচেতন ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরচর্চাই নয়, এটি তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। এই উদ্দেশ্য সামনে রেখে রূপসা উপজেলা পরিষদের আয়োজনে বিভিন্ন ক্লাব ও খেলার মাঠের জন্য ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রূপসা অফিসার্স ক্লাবে এ উপলক্ষে এক আলোচনা সভা ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সানজিদা রিকতা। এ সময় উপস্থিত ছিলেনÑ সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, যুব উন্নয়ন অফিসার শেখ বজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার-উল কুদ্দুস, ক্রীড়া কমিটির সদস্য প্রভাষক বাশির আহম্মেদ লালু প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন