নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘আমরা নারায়ণগঞ্জের সন্তান’ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে ‘নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, বাঁচাও নারায়ণগঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ। সেমিনারে প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান।
সভায় বক্তারা বলেন, নরসিংদী ও মাধবদী থেকে আসা ডাইংয়ের কেমিক্যাল, স্থানীয় শতাধিক সাইজিং মিল ও ইটভাটার কালো ধোঁয়া এ উপজেলার নদী এবং পরিবেশ নষ্ট করছে। দূষণকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
সংগঠনের সভাপতি মো. মোক্তার হোসাইনের সভাপতিত্বে সেমিনারে রাখেন- সাংগঠনিক সম্পাদক ফাহাদুল ইসলাম, পরিবেশবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, মহিলাবিষয়ক সম্পাদক হোসনে আরা জলিসহ শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন