ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

জাকারিয়া হোটেলে ভাঙচুর ও হামলার ঘটনায় গ্রেপ্তার ১

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৩:০৯ এএম

রাজধানীর বনানী এলাকায় জাকারিয়া হোটেলে দলবেঁধে ঢুকে ভাঙচুর ও দুই নারীর ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম স্যার মনির। গতকাল শনিবার দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই মো. এমদাদ। তদন্ত কর্মকর্তা এমদাদ বলেন, স্যার মনির নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ ঘটনার মূল হোতা সেই মনির নয়। সিসি ফুটেজ দেখে এই স্যার মনিরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এর আগে গত মঙ্গলবার রাতে রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেইট এ কে খন্দকার রোডের বাড়ি নম্বর ৩৫-এর হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনালে বনানী থানা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। 
গত বুধবার হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনালে ভাঙচুর এবং দুই নারীর ওপর হামলার ঘটনায় পাঁচজনকে আসামি করে বনানী থানায় একটি মামলা হয়। এ ছাড়া ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার বাদী হোটেল জাকারিয়ার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক এজাহারে উল্লেখ করে জানান, গত ৩০ জুন রাত ৮টা ৫ মিনিটে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেন জাকারিয়া হোটেলে গিয়ে একটি ভিআইপি রুম ভাড়া নিতে চান। এ সময় সব ভিআইপি কক্ষে অতিথি থাকায় মনিরকে রুম দিতে পারেনি হোটেল কর্তৃপক্ষ। পরে মনির হোসেন জাকারিয়া হোটেলের বারে বসে খাবার খান এবং মদ পান করেন।