নরসিংদীকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান। দায়িত্ব নেওয়ার মাত্র ১১ মাসেই তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন ঘটিয়েছেন। প্রশাসনিক তৎপরতা, সুশৃঙ্খল নেতৃত্ব এবং নিরপেক্ষ মনিটরিংয়ের কারণে জেলার সাধারণ মানুষের আস্থা ফিরেছে পুলিশের ওপর।
২০২৪ সালের ৩১ আগস্ট নরসিংদী জেলা পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ আব্দুল হান্নান। যোগদানের পর থেকেই তিনি ঘোষণা দেন, জেলার প্রতিটি থানা হবে জনসাধারণের আস্থা ও নিরাপত্তার আশ্রয়স্থল। সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি ও তার টিম।
পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান গণমাধ্যমকে বলেন, ‘মাদক, সন্ত্রাস, ভূমিদস্যু, কিশোর গ্যাং কিংবা গডফাদারÑ যেই হোক না কেন, অপরাধীকে ছাড় দেওয়া হবে না। জিরো টলারেন্স নীতিতেই কাজ করছি। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘মানুষের সেবা করতেই আমি পুলিশে এসেছি। যতদিন দায়িত্বে আছি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। নরসিংদীর সাতটি থানায় প্রতিনিয়ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতিটি থানায় ঘুষ ও দুর্নীতি রোধে নিজেই মনিটরিং করছেন পুলিশ সুপার। ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরার মাধ্যমে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলো ২৪ ঘণ্টা নজরদারিতে রাখা হচ্ছে। সড়কে চাঁদাবাজি বন্ধে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। যানবাহন থেকে অনৈতিক অর্থ আদায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে জেলা ট্রাফিক পুলিশ।’
পুলিশ সুপার আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মধ্যেই কিছু স্বার্থান্বেষী মহল মেধাবী এই কর্মকর্তাকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়েছে। তবে তৎপরতা ও জনসমর্থনের কারণে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
নরসিংদীর ব্যবসায়ী, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার সাহসিকতা ও সৎ অবস্থানের কারণে জেলার আইনশৃঙ্খলা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। জেলা পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন বাড়ছে। জেলার প্রতিটি থানায় জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠার চেষ্টা সফল হচ্ছে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ সুপার বলেন, ‘আমার একটাই লক্ষ্য নরসিংদীকে একটি সম্পূর্ণ অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তোলা। মহান সৃষ্টিকর্তা যতদিন বাঁচিয়ে রাখবেন, অন্যায়ের বিরুদ্ধে আমার লড়াই অব্যাহত থাকবে। এজন্য সবার সহযোগিতা ও দোয়া চাই।’