ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০২:০৮ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩২১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৪৭ জনই ঢাকার বাইরের। 

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৬০ জন, যাদের মধ্যে ৩১ জন পুরুষ ও ২৯ জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৯০৬ জন, যার মধ্যে ৯ হাজার ৩৪৮ জন পুরুষ ও ছয় হাজার ৫৫৮ জন নারী।
প্রকৃতিতে একটা অদ্ভুত অবস্থা বিরাজ করছে। হঠাৎ তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ। আবার হঠাৎই তুমুল বৃষ্টি। এমন অবস্থায় হাসপাতালগুলোয় বাড়ছে মৌসুমি রোগীর পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত রোগী। ডেঙ্গু রোগী সংখ্যার এমন ঊর্ধ্বমুখী গতিকে আশঙ্কার কারণ হিসেবে বলছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে নিজেদের সচেতনতা অত্যন্ত জরুরি উল্লেখ করে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ রূপালী বাংলাদেশকে বলেন, ‘এ সময়টায় আমরা কয়েক রকমের জ¦রের রোগী পাচ্ছি। এর মধ্যে ভাইরাল ফ্লু, শ^াসতন্ত্রে সংক্রমণ, ডেঙ্গু, করোনা, চিকুনগুনিয়া, পানিবাহিত রোগ, টাইফয়েডের মতো রোগী পাচ্ছি। যখন জলবায়ু পরিবর্তন হয়, তখন নতুন কত ভাইরাসের প্রাদুর্ভাব হয়, যা নিষ্ক্রিয় ভাইরাসকে সক্রিয় করে তুলে। এবার মৌসুমের আগেই বেড়ে চলেছে ডেঙ্গুর সংক্রমণ। গত দুই বছর করোনা নিয়ন্ত্রণে থাকলেও চলতি বছর এটি আবারও আশঙ্কা জাগাচ্ছে। তাই মানুষজনকে ন্যূনতম স্বাস্থ্যবিধি মানতে হবে। নিজের সুস্থতার জন্য। পরিবারের সুস্থতার জন্য। যদিও ডেঙ্গু নিয়ন্ত্রণ করা ব্যক্তির একার পক্ষে সম্ভব নয়, তবে নিজের বাড়িঘরে যেন জমানো পানি না থাকে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।’