শনিবার, ০২ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ১২:৫১ এএম

জার্মানিকে হারিয়ে ফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ১২:৫১ এএম

জার্মানিকে হারিয়ে ফাইনালে স্পেন

উইমেন্স ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। ২৭ জুলাই সুইজারল্যান্ডের বাসেলে শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের প্রতিপক্ষ ইংল্যান্ড। প্রথম সেমিফাইনালে ইতালিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ইংলিশরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড নারী দল। ফাইনালে তাদের লক্ষ্য থাকবে শিরোপা ধরে রাখার। আর প্রথম শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে স্পেন।

২৩ জুলাই জুরিখের স্টেডিয়ামে সেমিফাইনালে দুর্দান্ত কৌশল, আঁটসাঁট ও জমাট রক্ষণভাগ গড়ে লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছিল জার্মানি। ১১২ মিনিট ধরে সেই ধাঁধার জট খুলতে পারছিল না স্পেন।

তাদের একের পর এক আক্রমণ- মুখ থুবড়ে পড়ছিল জার্মানদের রক্ষণ দেয়ালে। কিন্তু ১১৩ মিনিটে গিয়ে তারা পেল কাক্সিক্ষত গোলের দেখা। আর সেটিই স্প্যানিশদের পৌঁছে দিল ফাইনালে। দারুণ দলীয় আক্রমণ থেকে চমৎকার ফিনিশিংয়ে ম্যাচের ভাগ্য গড়ে দেন বার্সেলোনার তারকা আইতানা বনমাতি। অসুস্থতার কারণে এই টুর্নামেন্ট শুরুর আগে তাকে পাওয়া নিয়ে শঙ্কায় ছিল দল। ২৭ বছর বয়সি সেই মিডফিল্ডারই এখন দলকে ফাইনালে তোলার নায়ক।

এবারের আগে ইউরোর ১০টি সেমিফাইনাল খেলে ৯টিতেই জিতেছিল জার্মান মেয়েরা। এবার দ্বিতীয় পরাজয়ের স্বাদ তাদের পেতে হলো। বড় আসরে জার্মানদের বিপক্ষে স্প্যানিশ মেয়েদের জয় এটিই প্রথম। স্পেনের জয়ে নিশ্চিত হয়ে গেল গত বিশ^কাপ ফাইনালের পুনরাবৃত্তিও। ২০২৩ বিশ্বকাপের ফাইনালের দুই দল ইংল্যান্ড ও স্পেন মুখোমুখি হচ্ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়েও। বিশ্বকাপে ইংলিশদের হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল স্প্যানিশরা।

জার্মানির বিপক্ষে ম্যাচের ৬৭ শতাংশ সময় বল নিজেদের কাছে রাখে স্পেন। গোলে শট নেয় তারা ২২টি, এর মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। বারবার হতাশায় পোড়ার পর অবশেষে টাইব্রেকারের কাছাকাছি গিয়ে তারা পায় কাক্সিক্ষত গোলের দেখা। ম্যাচের পর যখন আনন্দে উন্মাতাল স্প্যানিশরা প্রদক্ষিণ করছে গোটা মাঠ, জার্মান মেয়েরা তখন ভেঙে পড়ছে কান্নায়। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া বনমাতি পরে বললেন, ভাগ্যে বিশ্বাস নেই তার, বরং ভরসা রাখেন প্রক্রিয়ায়।

তিনি বলেন, ‘আমি দারুণ গর্বিত। এই সাফল্য আমাদের প্রাপ্য। আমি ভাগ্যে বিশ্বাস করি না, আস্থা রাখি আমার কাজ ও মানসিকতায়। যারা আমার পাশে ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা, কারণ পথচলা সহজ ছিল না। এখানে ভালো সমর্থন পেয়েছি আমি, দেশেও পেয়েছি। সব সময়ের জন্য কৃতজ্ঞতা।’

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!