ভুটানে চলমান সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে জয়ে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। গতকাল নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে তারা। এ নিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়ে সাফের মিশন শুরু করেছিল অনূর্ধ্ব-১৭ নারী দল। এরপর শক্তিশালী ভারতের কাছে ২-০ গোলে হেরে যায় তারা। তবে ভারত ম্যাচের হতাশা কাটিয়ে উঠেছে লাল-সবুজের জার্সিধারীরা। ৬ পয়েন্ট নিয়ে টেবিলে এখন ২ নম্বরে বাংলাদেশ। সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ২৭ আগস্ট। প্রতিপক্ষ নেপালই। চার দলের টুর্নামেন্টে প্রতিটি দল পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন।
গতকাল ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ভালো পরীক্ষা দিয়েছে নেপালের মেয়েরা। তবে বাংলাদেশকে ৪০ মিনিট পর্যন্ত আটকে রাখে তারা। বিরতিতে যাওয়ার আগে ২ গোল করে বাংলাদেশ। ৪১ মিনিটে মামোনি চাকমা ক্রস দেন। বক্সে বল পেয়ে বাংলাদেশের দুই খেলোয়াড় সুবিধা করতে পারেননি। অবশ্য বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় নেপালের মেয়েরা। জটলায় ফাঁকা বল পেয়ে প্লেসিং শটে গোল করেন থুইনুই মারমা। উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ। এর কয়েক মিনিট পর আবার আনন্দের উপলক্ষ এনে দেন সোরভী আকন্দ প্রীতি। ৪৫ মিনিটে বাংলাদেশের আক্রমণ ঠেকাতে সামনে এগিয়ে আসেন নেপালের গোলরক্ষক লাক্সমি ওলি।
ফাঁকা পোস্ট পেয়ে বক্সের বাইরে থেকে লম্বা শটে গোল করেন সোরভী। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আরও বেশ কিছু সুযোগ তৈরি করে বাংলাদেশের মেয়েরা। তাদের আক্রমণ ঠেকাতে দেখা যায় নেপালি কন্যাদের। ৮৫ মিনিটে আরেকটি গোল করতে পারতেন থুইনুই মারমা, কিন্তু তার নেওয়া শটে বল গোলপোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে অতিরিক্ত সময়ে রিয়া গোল পান।
ফলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। অনূর্ধ্ব-১৭ ছাড়া সিনিয়র ও বয়সভিত্তিক নারী সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এবার অনূর্ধ্ব-১৭ সাফের শিরোপা জয়ের খরা ঘোচানোর অভিযান অর্পিতা দাসদের। এ লক্ষ্যে অটুট থেকে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চায় বাংলাদেশের বয়সভিত্তিক নারী দল।