ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

হালুয়াঘাটের আন্দোলনে আহত গাড়ী চালক ঢাকায় চিকিৎসাধীন

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪, ০২:৫৯ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনে হালুয়াঘাটের গাড়ী চালক মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত ব্যক্তির নাম আরিফ রব্বানী খান। তিনি উপজেলার স্বদেশী ইউনিয়নের দক্ষিন ইটাখলা গ্রামের মৃত আজিজুর রহমান খান পুত্র। তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক।

আরিফ রব্বানী মুঠোফোনে জানান, গত ৪ জুলাই ঢাকা মুহাম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার সাথে আন্দোলনে যোগ দেন। সেখানে পুলিশের পিটুনি খেয়ে মারাত্মক আহত হয়। এবং দৌড় দেওয়ার সময় পড়ে গিয়ে পায়ের হাড় ভেঙ্গে যায়। 

তিনি আরো জানায়, ছাত্রদের সহযোগিতায় আহতাবস্থায় তাকে ঢাকার শ্যামলী পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পায়ে অস্ত্রপচার করা হয়েছে ডাক্তার বলেছে আগামী মঙ্গলবার আবার অস্ত্রপচার করা হবে। 

হাসপাতালে ছাত্ররা তাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছেন। তিনি সকলের নিকট তার সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন।