দিনাজপুরের বীরগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আরও ১৬ জনেরও ও বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিক নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার যদুপুর এলাকায় এ ঘটনা ঘটে। বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।
দশ মাইল হাইওয়ে থানার ওসি ওমর ফারুক বলেন, আজ শুক্রবার আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ে ধানবোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাস ও ট্রাকের চালক এবং দুইজন বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।