ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে গত রাত ১২টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি সহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এই সময় দৌলতদিয়া প্রান্তে লোডিং অবস্থায় পারাপারের অপেক্ষায় আটকা পড়ে ৭টি ফেরি।
তবে ৯ ঘণ্টা পর কুয়াশার ঘনত্ব কমে গেলে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সব রুটে ফেরি সহ নৌযান চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া প্রান্তের ম্যানেজার সালাউদ্দিন আহাম্মেদ জানান, গত রাত ১১টা পর থেকে নদীতে কুয়াশা বাড়তে শুরু করে। রাত ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে এবং নৌরুটের মার্কিং পয়েন্ট ও লাইটিং দৃষ্টিসীমার বাইরে চলে গেলে দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে তিনটি রুটের ফেরি সহ সকল নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়।
এই সময়ে দৌলতদিয়া প্রান্তে যাত্রীবাহী কোচ, বাস ও ট্রাক মিলে শতাধিক যানবাহন আটকা পড়ে। প্রচণ্ড শীতের রাতে বাসে থাকা যাত্রী ও গাড়ি চালকদের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি হয়। সবচেয়ে বেশি কষ্ট পায় মহিলা, শিশু ও বয়স্ক ব্যক্তিরা।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন