বগুড়া সদর উপজেলার মাটিডালি এলাকায় হোটেল মাহাথীর সামনে পাকা রাস্তার উপর থেকে এক নারী ও তিন পুরুষ মাদক ব্যবসায়ীকে রোববার (২ মার্চ) দুপুরে বগুড়া ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নাটোর জেলার বৌদ্ধনাথ এলাকার মো. সুলতান প্রামানিকের ছেলে মো. সোহেল রানা (৩৫), একই এলাকার সেলিম রেজার ছেলে তানভির হোসেন (২০), একই জেলার লেঙ্গুডিয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রইচ উদ্দিন(৩৭) এবং কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার নামাটারি এলাকার মো. আবদুল জলিলের মেয়ে মোছা. জেলি জেসমিন (৩০)।
বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল করিম সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে আরও মামলা আছে কিনা তা খুঁজে দেখা হবে। গ্রেপ্তাকৃতদের মামলার পরিপ্রেক্ষিতে আদালতে পাঠানো হবে।
আপনার মতামত লিখুন :