বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ১১:২২ এএম

মায়ের হারানো ব্যাগ খুঁজে দিয়ে সন্তান চুরি

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ১১:২২ এএম

মায়ের হারানো ব্যাগ খুঁজে দিয়ে সন্তান চুরি

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের হারানো ব্যাগ খুঁজে দিয়ে তার শিশুসন্তানকে চুরি করে অজ্ঞাত এক নারী। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় শহরের আল খলিল হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে দুই ঘণ্টা পর সাউদা হোসেন সারা নামের চার বছরের ওই শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন এক অটোরিকশাচালক। এ ঘটনায় শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরিবার সূত্রে জানা গেছে, জেলার বিজয়নগর উপজেলার বারঘরিয়া গ্রামের সৌদিপ্রবাসী ইমাম হোসেনের মেয়ে সাউদা জাহান সারা। দুপুরে সাউদার ছোট ভাইকে চিকিৎসক দেখাতে আল খলিল হাসপাতালে আসেন মা স্মৃতি চৌধুরী ও নানি সাহানা আক্তার। সেখানে স্মৃতি চৌধুরীর ব্যাগ হারিয়ে গেলে তা খুঁজে দেন অজ্ঞাত এক নারী। এরপর তাদের সঙ্গে সখ্য গড়ে তোলেন ওই নারী।

একপর্যায়ে তাদের বিশ্বাস অর্জন করে শিশুটিকে দেখে রাখার কথা বলে সাউদার মা ও নানিকে চিকিৎসকের কক্ষে যেতে বলেন। পরে কক্ষ থেকে বেরিয়ে তারা আর শিশুটিকে খুঁজে পাচ্ছিলেন না। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, অজ্ঞাত ওই নারী শিশুটিকে তার সঙ্গে নিয়ে গেছে। এরপর পুলিশে খবর দিলে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে।

একপর্যায়ে রাত পৌনে ৮টার দিকে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে আনিস মিয়া নামে এক অটোরিকশাচালক।

অটোরিকশাচালক আনিস মিয়া বলেন, ওই নারী আশুগঞ্জ থেকে আমার অটোরিকশা রিজার্ভ নিয়ে সদর উপজেলার সুহিলপুরে নিয়ে আসেন। সেখানে তিনি নেমে যান এবং বাচ্চাটিকে আল খলিল হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে আমি শিশুটির সঙ্গে কথা বলি যে, সে ওই নারীকে চিনে কি না। কিন্তু বাচ্চাটি ওই নারীকে চিনে না বলে জানায়। এরপর শিশুটিকে হাসপাতালে নিয়ে আসি। এসে তার পরিবারের লোকজনের কাছে বুঝিয়ে দিই।

সদর থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, খবর পেয়ে জেলার বিভিন্ন পয়েন্টে তল্লাশি চৌকি স্থাপন করে অভিযান শুরু করে পুলিশ। এরই মাঝে একজন অটোরিকশাচালক শিশুটিকে উদ্ধার করে ওই হাসপাতালে নিয়ে আসেন। অজ্ঞাত ওই নারী আশুগঞ্জ থেকে শিশুটিকে নিয়ে অটোরিকশায় ওঠেন। সেখান থেকে সদর উপজেলার সুহিলপুর এলাকায় এসে অটোরিকশা থেকে নেমে যান এবং শিশুটিকে আল খলিল হাসপাতালে নিয়ে যেতে বলেন।  

তিনি আরও বলেন, তবে শিশুটির কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়া হয়েছে। সেগুলো উদ্ধার এবং অজ্ঞাত ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

আরবি/জেডআর

Link copied!