গাজীপুর প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল গাফফারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গাজীপুর প্রেসক্লাব। দুপুরে জেলা শহরের রথখোলা এলাকায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ সরকার, আলমগীর হোসেন, আমিনুল ইসলাম,সহ-সভাপতি রেজাউল বারী বাবুল, সদস্য নজরুল ইসলাম আজহার প্রমুখ। বক্তারা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। একই সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান ।
উল্লেখ্য,রবিবার আব্দুল গাফফার গাজীপুর শহর থেকে নিজ বাড়ি যাওয়ার পথে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আওড়াখালি বাজার এলাকায় পৌঁছলে পূর্ব থেকে ওঁত পেতে। এ সময় তারা তার মোবাইল ফোন, নগদ টাকা ও ল্যাপটপ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনায় জড়িত ফয়সাল খান নামে এক যুবদল কর্মীকে আটক করেছে। আহত  আব্দুল গাফফার জানান,  সম্প্রতি তিনি কালীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের নানা অপতৎপরতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিলেন।
 

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন