২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্মৃতিচারণ ও আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফর রহমান, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন, মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন প্রমুখ। 
স্মৃতিচারণ ও আলোচনা সভায় বক্তারা ২৫ মার্চ কালো রাত্রের পাক হানাদার বাহিনীর অপারেশ সার্চ লাইটের বর্বরতা ও লোমহর্ষক কাহিনীর স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। 
 

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন