৮ এপ্রিল সন্ধ্যায় ঝিনাইদহ মহেশপুর উপজেলার কালিগঞ্জ-জীবননগর মহাসড়কের মহেশপুর উপজেলার ফতেপুর ইউপির কৃষ্ণচন্দ্রপুর বাসস্টান্ডে ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে দ্রত পালিয়ে যায়, এতে কৃষ্ণচন্দ্রপুর শ্রী মোংলা বাবুরায় এর ছেলে বিধান (১৫) ও শ্রী বাদল বাবুরায় এর ছেলে রাজা বাবু (১৩) ঘটনাস্থলে নিহত হয়।
উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে লিমন (১৮) যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আহতরা হলেন, কৃষ্ণচন্দ্রপুর বাসষ্টান্ডের চা দোকানদার আলী হোসেনের ছেলে মেজো খোকা, আলামপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে সিয়াম (১৫) আলামপুর কুলবাগান পাড়ার আনোয়ারের ছেলে হুসাইন (১৫) যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এরমধ্যে কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মেজো খোকার অবস্থা আশংকাজনক।
স্থানীয়রা জানান দুই মোটরসাইকেলে মোট ৬ জন ছিল, একটি মোটরসাইকেল আলামপুরের ৩ জন ও আরেক মোটরসাইকেলে কৃষ্ণচন্দৃপুরের ৩ জন। একজন বাদে ৫ জন গুরুত্বর জখম হয়।
খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করে প্রথমে কোঁটচাদপুর ও পরে যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন