লালমনিরহাটে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কালীগঞ্জ উপজেলা শাখা সভাপতি শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) মধ্যরাতে উপজেলার কাশীরাম গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক।
শরিফুল উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশীরাম গ্রামের বাবলু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও তার ছেলে রাকিবুজ্জামান আহমেদের আস্থাভাজন কর্মী ছিলেন। তার বিরুদ্ধে রংপুর ও লালমনিরহাটে গত জুলাই ও আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার একাধিক মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, শরিফুল ইসলামকে গ্রেপ্তারের পর শুক্রবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।