ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

সুরমা নদীতে ধরা পড়ল ৪২ কেজির বাগাড়, বিক্রি ৪৫ হাজার টাকায়

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ১২:২৮ পিএম
ছবি- সংগৃহীত

সুনামগঞ্জে সুরমা নদীতে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের একটি বাগাড় মাছ। মাছটির দরদাম শেষে ৪৫ হাজার টাকায় বিক্রি হয়।

বুধবার (১৪ মে) সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার সদরসংলগ্ন সুরমা নদীর সাইডিং ঘাট এলাকায় মাছটি জেলে কেরাম উদ্দিনের জালে ওঠে। 

তিনি শরিফপুর গ্রামের বাসিন্দা।

বাজারের ব্যবসায়ীরা জানান, কেরাম উদ্দিন মাছটি স্থানীয় দোয়ারাবাজার মাছ বাজারে নিয়ে গেলে খবরটি মুহূর্তে ছড়িয়ে পড়ে। বিশাল আকারের মাছটি দেখতে ভিড় করেন উৎসুক জনতা। অনেকে ছবি তোলেন, কেউ কেউ ভিডিও ধারণ করেন। কেরাম উদ্দিন মাছটির দাম চান ৫০ হাজার টাকা। দরদাম শেষে মাছটি ৪৫ হাজার টাকায় কিনে নেন বাজারের ব্যবসায়ী সলিম উদ্দিন, বাতির নূর ও মনির আহমেদ।

ব্যবসায়ী সলিম উদ্দিন বলেন, সুরমা নদীর সাইডিং ঘাট এলাকা খুবই গভীর। এখানে জেলেদের জালে প্রায়ই বাগাড় মাছ ধরা পড়ে। তবে এত বড় বাগাড় এর আগে ধরা পড়েনি। তারা মাছটি ঢাকা পাঠিয়ে দেবেন।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকা অনুযায়ী, বাগাড় মাছ একটি মহাবিপন্ন প্রাণী। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী, বাগাড় শিকার করা, ধরা বা বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। আইন থাকা সত্ত্বেও বাস্তবায়ন না থাকায় বাগাড় শিকার ও প্রকাশ্যে বিক্রি অব্যাহত রয়েছে।