মানিকগঞ্জের শিবালয়ের তেওতা ইউনিয়নের নদী তীরবর্তী এলাকায় নদীভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সোমবার (১৫ মে) বেলা ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
উপজেলার তেওতা ইউনিয়নের সমেজঘর তেওতা, গাংধাইল, দক্ষিণ তেওতা, তেওতা, নারায়ণ তেওতা, ঝিকুটিয়া, নিহালপুর, জাফরগঞ্জ পর্যন্ত বিভিন্ন পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নদীভাঙনে সর্বস্ব হারানো অসংখ্য নারী-পুরুষসহ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যমুনা নদীর তীরে অংশ নেন।
এ সময় তারা নদী তীরবর্তী এলাকায় দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।
ভুক্তভোগীরা বলেন, ‘নদীতে অপরিকল্পিতভাবে ড্রেজিং ও কাটার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করায় অসময়ে নতুন করে পাড়ে ভাঙন দেখা দিয়েছে। যার প্রভাবে নদীর পাড় ধ্বংস হচ্ছে। যমুনার ভাঙনে বিগত বছরে কৃষকের শতাধিক বিঘা ফসলি জমি, সরকারি স্থাপনা, স্কুল ও মাদ্রাসা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন অব্যাহত থাকলে ফসলি জমি, বাড়িঘর, রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হবে।’
ভাঙন থেকে রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি কামনা করেছেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া তোজাম্মেল হক তোজা বলেন, ‘যমুনা নদীর ভাঙনে তেওতা ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকার বহু পরিবারের ঘরবাড়ি হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন। ভাঙন রোধকল্পে বর্ষা মৌসুম শুরুর আগেই স্পর্শকাতর পয়েন্টে জিও ব্যাগ ফেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন