শুক্রবার, ১৬ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ১১:১৮ পিএম

বড়লেখা সীমান্তে ফের ১৬ জনকে পুশ-ইন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ১১:১৮ পিএম

বড়লেখা সীমান্তে ফের ১৬ জনকে পুশ-ইন

বড়লেখা সীমান্তে ১৬ জনকে পুশ-ইন করেছে বিএসএফ। ছবি-রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ফের ১৬ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে তাদের পুশ-ইন করা হয়। এ সময় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি নিশ্চিত করেছে, আটকরা সবাই বাংলাদেশি। পরে বিকেলে তাদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটকদের মধ্যে ১৪ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। তারা হলেন- মজিদুল ইসলাম (৪৫), আরজিনা বেগম (৩৫), কাইয়ুম বয়াতী (৩৫), মোর্শেদা বেগম (৭০), নাজমা (৩৮), পারভীন শেখ (৩৫), হাজেরা বেগম (৪৫), সুনিয়া আক্তার (২৪), পারভীন বেগম (৩৬), খাদিজা আক্তার (২৫), তানিয়া আক্তার (৩৫), শীমা আক্তার (২৩), তৃতীয় লিঙ্গের সুম্মান আহমেদ (১৯), সানিয়া (১৯), নীলা (১৮) ও ভৈরবী (১৬)।

আটকরা জানিয়েছেন, সীমান্তের ওপারে এখনো আরও কিছু বাংলাদেশিকে আটক রেখে বাংলাদেশে ঠেলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বিএসএফ।

এদিকে, শুক্রবার রাত থেকে বিজিবি সীমান্তে টহল জোরদার করেছে। বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকা সত্ত্বেও গত চার দিনে সীমান্তে পুশ-ইনের কোনো খবর পাওয়া যায়নি। তবে তার আগে বুধবার (১৪ মে) ভোরে বিজিবি ৫২ ব্যাটালিয়ন ৪৪ জনকে আটক করে থানায় হস্তান্তর করে।

গত ৬ ও ৭ মে তারিখে বড়লেখা সীমান্তের বিভিন্ন রুট দিয়ে বিএসএফ শতাধিক বাংলাদেশিকে পুশ-ইন করলে বিজিবি ৫৯ জনকে আটক করে। পরে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ পর্যন্ত বড়লেখা সীমান্ত দিয়ে মোট ১১৯ জনকে পুশ-ইনের পর আটক করেছে বিজিবি।

উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, ‘বিজিবি আজ আরও ১৬ জনকে আটক করেছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই বাংলাদেশি নাগরিক।’

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বৃহস্পতিবার রাতে ১৬ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।’

Link copied!