কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট বাজার সংলগ্ন দুধকুমার নদের ভাঙনকবলিত এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশ নেন।
এ সময় বক্তব্য দেন ভাঙন কবলিত এলাকার কৃষক হাকিমুদ্দিন ফকির, বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া, ৪ নম্বর ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড সদস্য জলিল মন্ডল, স্থানীয় বিএনপি নেতা আরিফ মন্ডল, ডা. আমজাদ আলী, আরিফ মন্ডল, ব্যবসায়ী আব্দুল আজিজ ও আবদুল মালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দুই বছর ধরে দুধকুমার ও ব্রহ্মপুত্রের ভাঙনে ইউনিয়নের বালাডোবা, রসুলপুর, সরকার পাড়া, উত্তর বালাডোবা, মশালের চর, ব্যাপারী পাড়া এলাকার অন্তত এক হাজার বসতভিটা নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙনে নদী গর্ভে চলে গেছে তিন শতাধিক ফসলি জমিসহ গ্রামীণ সড়ক।
তারা বলেন, ভাঙনের হুমকিতে রয়েছে ইউনিয়নের রসুলপুর মারকাজ জামে মসজিদ, রসুলপুর আলহাজ রোস্তম আলী নূরানি হাফেজিয়া মাদ্রাসা, রসুলপুর ঈদগাহ মাঠ, বেগম নুরুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুদির কুটি উচ্চবিদ্যালয়, ইউনিয়ন পরিষদ ভবন, মোল্লারহাট বাজারসহ কড্ডার মোড় এলাকা।
তারা আরও বলেন, ভাঙনরোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে ইউনিয়নটি পুরোপুরি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
এ সময় তারা ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নিতে সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি কামনা করেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন