সুন্দরবনের চুনকুরি নদী থেকে গুরুতর আহত একটি কচ্ছপ উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের পুকুরে অবমুক্ত করা হয়েছে কচ্ছপটিকে।
শুক্রবার (২৫ জুলাই) সকালে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নিয়মিত টহলকালে চুনকুরি নদীতে ভাসমান অবস্থায় এক পা বিচ্ছিন্ন, গুরুতর আহত একটি কচ্ছপ দেখতে পান কোস্টগার্ড সদস্যরা। কচ্ছপটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তারা তৎক্ষণাৎ উদ্ধার করে মোংলার দোবেকী কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসেন এবং সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
পরবর্তীতে আহত কচ্ছপটিকে বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়। এরপর বন বিভাগ ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগে শুক্রবার সকালে কচ্ছপটিকে দোবেকী বন বিভাগের পুকুরে অবমুক্ত করা হয়। বর্তমানে কচ্ছপটি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বনের প্রাণী, বিশেষ করে বিপন্ন প্রজাতির কচ্ছপ রক্ষায় এই ধরনের পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা।
তারা বলছেন, প্রাকৃতিক পরিবেশে বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড, বন বিভাগ এবং স্থানীয়দের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করতে হবে।
আপনার মতামত লিখুন :