টাঙ্গাইলের মধুপুর উপজেলার বড়বাইদ এতিমখানা সংলগ্ন এলাকায় একটি পিকআপ সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে চালকসহ ৩ জন আহত হন।
মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলা বড়বাইদ এতিমখানা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, ময়মনসিংহগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৯-৯৫৪৪) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পূর্ব পাশে একটি চিত্রারাশি গাছে সজোরে ধাক্কা লাগে। এতে চালক আল মামুন (৩০), হেলপার অজ্ঞাত (৩০) ও সহকারী হেলপার শাহাদাত (২৮) আহত গুরুতর হন।
অরনখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এসআই বিমল চন্দ্র পাইন।
আপনার মতামত লিখুন :