ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিশু মোবারক হোসেনকে (৮) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় বাবা নূরুল আমিনকে (৩৫) আটক করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
নূরুল আমিন ওই গ্রামের ইছব আলীর ছেলে।
জানা গেছে, নিহত মোবারক হোসেন সোহাগি বাজারে অবস্থিত স্বপ্নসিঁড়ি নামে একটি কিন্ডারগার্টেনে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। বুধবার দুপুরে বাড়ির পাশেই বৃষ্টিতে ভিজছিলেন নূরুল আমিন। এ সময় ছেলে মোবারক হোসেন ঘর থেকে একটি ছাতা নিয়ে বাবার মাথায় ধরতে গেলে ক্ষিপ্ত হয়ে মাথায় কোপ দেন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা মোবারককে উদ্ধারকরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অভিযুক্ত নূরুল আমিনের পিতা ও নিহত শিশুর দাদা ইছব আলী বলেন, ‘নূরুল আমিন দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিল। এর আগে চিকিৎসাও করানোর পর ভালো হয়ে গিয়েছিল। সপ্তাহখানেক ধরে আবার সমস্যা দেখা দিয়েছে।’
এমন মন্তব্য করেন স্থানীয় একাধিক বাসিন্দাও।
ঈশ্বরগঞ্জ থানার থানার ওসি ওবায়দুর রহমান বলেন, ‘নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত নূরুল আমিনকে আটক করা হয়েছে। নূরুল আমিন অসুস্থ থাকায় তাকে পুলিশ হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্যান্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
আপনার মতামত লিখুন :