জামালপুরের সরিষাবাড়ীতে গলায় চানাচুর আটকে সুমাইয়া খাতুন (১১ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) রাতে পৌর এলাকার কোনাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
সুমাইয়া পৌরসভার মাইজবাড়ী এলাকার দিনমজুর সাইদুল রহমানের মেয়ে।
পারিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে নানির বাড়িতে বেড়াতে যায় সুমাইয়া। রাতে বিছানায় বসিয়ে ঘরের কাজ করছিলেন মা। পরিবারের অগোচরে বিছানায় থাকা চানাচুর মুখে দেয় শিশুটি। কিছুক্ষণ পর চানাচুর গলায় আটকে যায়। পরিবারের সদস্যরা তা বের করার চেষ্টা করেও ব্যর্থ হন।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসুদুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন