শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা গ্রামে এক পরিত্যক্ত ঘর থেকে বিপুল পরিমাণ হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে পাঁচ বালতি ভর্তি প্রায় ৪০-৪৫টি হাতবোমা উদ্ধার করা হয়।
হঠাৎ এত হাতবোমা উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীর মধ্যে। বর্তমানে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।
স্থানীয়রা জানান, বাড়িটি চানমিয়া মাদবরের ছেলে ওমান প্রবাসী মিলন মাদবরের। অনেক দিন ধরে এটি খালি পড়ে আছে। ধারণা করা হচ্ছে, ১৫ আগস্টে নাশকতার জন্যই এসব বোমা সেখানে রাখা হয়েছিল।
অভিযানে জেলা ডিবি ও নড়িয়া থানার ওসি, এসআই, এএসআইসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য অংশ নেন।
অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ জানান, ‘উদ্ধার করা বোমাগুলো ঢাকার বোম্ব ডিসপোজাল ইউনিট এসে নিস্ক্রিয় করবে। ১৫ আগস্টকে সামনে রেখে কোনো নিষিদ্ধ দল যাতে নাশকতা চালাতে না পারে, সেজন্য পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন