ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

পাঁচ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৮:৩৬ এএম
আটক পাঁচ বাংলাদেশি নাগরিক। ছবি- রূপালী বাংলাদেশ

ভারতের হাকিমপুর সীমান্তে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

সাতক্ষীরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত কুমার ঘোষ জানান, ‘নাম-ঠিকানা যাচাই শেষে ওই দিন রাত ৯টার দিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

হস্তান্তরকৃতরা হলেন- শ্যামনগর উপজেলার পশ্চিম বিড়ালক্ষী গ্রামের মনিরা পারভীন (৪৭), একই উপজেলার হরিনগর গ্রামের রফিকুল ইসলাম (৪৮), কালীগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের শহিদ আলী (৫৭), একই উপজেলার বেনাদনা গ্রামের রবিউল ইসলাম (৩৫) এবং গড়–ইমহল গ্রামের মাসুম বিল্লাল (৩০)।

বিজিবির বরাতে তিনি আরও জানান, গত ২৪ আগস্ট রাত ১১টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকায় প্রবেশের সময় বিএসএফ তাদের আটক করে। পরে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বিজিবি-৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর পাঁচ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আটককৃত মাসুম বিল্লাহ জানান, ‘তারা সবাই কাজের সন্ধানে পাসপোর্ট ছাড়াই ভারতে গিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান করছিলেন। তবে সাম্প্রতিক পরিস্থিতির অবনতি হওয়ায় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে ২৪ আগস্ট রাতে স্বেচ্ছায় হাকিমপুর বিএসএফ ক্যাম্পে আত্মসমর্পণ করেন।’