কক্সবাজারের টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কে মোটরসাইকেল ও কার্ভাডভ্যান মুখোমুখি সংঘর্ষে ২ জন আরোহী নিহত হয়েছেন এবং ১ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে শাহপরীর দ্বীপ দৃষ্টিনন্দন সড়কের বড়খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সাবরাং ৩ নং ওয়ার্ড কাটাবনিয়া এলাকার মরহুম আনু মিয়ার পুত্র সাইফুল ইসলাম এবং কক্সবাজার সমিতিপাড়া এলাকার আমির হামজার ছেলে আব্দুর রব।
আহত ব্যক্তির পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। তবে হাসপাতালের সূত্রে জানা গেছে, তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালি এলাকায়।
টেকনাফ থানার ওসি আবু জায়েদ মুহাম্মদ নাজমুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি জানার পর পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন