নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ‘ধর্ম দিয়ে নয়, সম্প্রীতির বন্ধন দিয়েই বাংলাদেশ আজ বিশ্বে পরিচিতি পেয়েছে। আমাদের সমাজে সব ধর্ম ও গোত্রের মানুষ মিলেমিশে বসবাস করে। এমন নজির পৃথিবীর অন্য কোথাও নেই। ধর্ম যার যার, উৎসব সবার—উৎসব কখনো একা করা যায় না। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি একটি সর্বজনীন উৎসব।’
রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রূপগঞ্জের গোলাকান্দাইল শ্রী শ্রী জিউর মন্দির পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরে তিনি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপও পরিদর্শন করেন।
জেলা প্রশাসক আরও বলেন, ‘আমাদের সামাজিক সম্প্রীতির বন্ধনে ফাটল ধরাতে কেউ যদি দুর্গাপূজাকে ঘিরে নাশকতার চেষ্টা করে, তবে সবাইকে সামাজিকভাবে সচেতন ও সোচ্চার হতে হবে। সরকার সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। পূজা মণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনোপ্রকার অশান্তি বা বিশৃঙ্খলার চেষ্টা করা হলে কঠোরভাবে দমন করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আনসার ও ভিডিপির কমান্ডার কানিজ ফারজানা শান্তা, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম, পূর্বাচল ভূমি সার্কেলের সহকারী কমিশনার ফরিদ আল সোহান, হিন্দু ঐক্য পরিষদের সভাপতি গণেশ চন্দ্র পাল, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয়রা।
এবার রূপগঞ্জ উপজেলায় মোট ৪৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবীরা দিন-রাত নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন