ঢাকা সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫

সোমবার থেকে কোম্পানীগঞ্জে ট্রাক শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

কোম্পানিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ১২:২৬ এএম
ছবি- সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জে সোমবার (৬ অক্টোবর) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-শ্রমিক সংগঠন।

সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ জানান, পুলিশের চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে এই ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে।

তারা অভিযোগ করেন, সম্প্রতি কোম্পানীগঞ্জে পুলিশের একটি চেকপোস্টে শ্রমিকদের কাছ থেকে টাকা দাবি করা হয় এবং একাধিক গাড়ি আটক করা হয়।

এ ঘটনার পর শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে জরুরি বৈঠক করে সংগঠনের নেতারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না।