সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৫:৫৭ এএম

ভারতে আটক শিশুসহ তিন বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৫:৫৭ এএম

ভারতে আটক শিশুসহ তিন বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ভারতে অনুপ্রবেশের দায়ে আটক শিশুসহ একই পরিবারের তিন বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

রোববার (৯ নভেম্বর) বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তের জিরো পয়েন্টে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

হস্তান্তর হওয়া ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জের কালীদাসঘাটি পদমপাল গ্রামের মৃত বীরেন্দ্র কুমার ভৌমিকের ছেলে অনন্ত কুমার ভৌমিক (২৮), তার স্ত্রী চৈতি রানী (২৩) ও তিন বছর বয়সী সন্তান অরন্য কুমার ভৌমিক।

বিজিবির পঞ্চগড়-১৮ ব্যাটালিয়নের সূত্র জানায়, গত ৮ নভেম্বর বিকেলে ভারতের অভ্যন্তরে বিএসএফ তিনজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন, প্রায় এক বছর আগে অবৈধভাবে ভারত প্রবেশ করেছিলেন। পরে বিএসএফ বাংলাবান্ধা বিজিবি কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে তাদের পরিচয় যাচাই ও ফেরত নেওয়ার অনুরোধ জানায়।

বিজিবি স্থানীয় পুলিশ ও পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত হলে রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত নেয়।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, বিএসএফ আমাদের বিষয়টি জানালে আমরা দ্রুত যাচাই করি। পরে সীমান্ত বৈঠকের মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, সন্ধ্যায় বিজিবি তিনজনকে থানায় হস্তান্তর করেছে। আমরা তাঁদের পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি।

রূপালী বাংলাদেশ

Link copied!