আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের ৫০ শতাংশকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে—এমন খবর সম্পূর্ণ গুজব। এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি।
আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি নিয়ে সরকার উদ্বিগ্ন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের লকডাউন বা শাটডাউনের কর্মসূচি নিয়ে সরকার শঙ্কিত নয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন