নীলফামারীতে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছকত আলী (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) ভোর ৪টায় নীলফামারী-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের বনফুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত ছকত আলী সদর উপজেলার পূর্ব কুখাপাড়া এলাকার মৃত জসির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, শহরের একটি আবাসিক হোটেলের নাইট ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন ছকত আলী। রাতের অন্ধকারে বনফুল এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ওসি এম.আর. সাঈদ বলেন, ‘দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন