ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

বাগেরহাটে ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের দাবিতে বিক্ষোভ 

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০২:০৬ পিএম
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনকারী ইন্টার্ন নার্সরা। ছবি: রূপালী বাংলাদেশ

‘এইচএসসি এরপর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রি সমমান চাই’- স্লোগানে বাগেরহাট সদর হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন নার্সরা।

রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন, বাগেরহাট জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (ডিগ্রি পাস কোর্স) সমমান করার দাবিতে প্রতিবাদ জানায়।

এ সময় বক্তারা জানান, এইচএসসি পাশের পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেও স্নাতক সমমানের স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছি। তারা দাবি করেন, এই বৈষম্য অবিলম্বে দূর করতে হবে। ন্যায্য দাবি মেনে না নেওয়া হলে তারা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।