ঢাকা বুধবার, ২০ আগস্ট, ২০২৫

জিপিএ-৫ পেয়ে মাদ্রাসার ২৬ বছরের খরা ঘুচাল সুমা

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৮:১৮ পিএম
শিক্ষার্থী সুমা খানকে ক্রেস্ট তুলে দেন মাদ্রাসার শিক্ষকরা। ছবি- রূপালী বাংলাদেশ

প্রতিষ্ঠানে বয়স পেরিয়েছে ২৬ বছর। কিন্তু এখনো জিপিএ-৫ পায়নি কোনো শিক্ষার্থী। অবশেষে প্রতিষ্ঠানের সে আক্ষেপ ঘোচল এবার। একজন ছাত্রী পেলেন জিপিএ-৫।

প্রতিষ্ঠানটি হযরত আমীর হামজা (রা.) দাখিল মাদ্রাসা। এটি বাগেরহাটের ফকিরহাটে অবস্থিত। ২৬ বছরের পর এবার জিপিএ-৫ পেয়েছেন শিক্ষার্থী সুমা খান। এ উপলক্ষে মাদ্রাসা থেকে কৃতী শিক্ষার্থী সংবর্ধনাও পেয়েছে সে।

বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় ওই মাদ্রাসা অডিটরিয়ামে বিদায়ী শিক্ষক ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে তাকে কৃতী শিক্ষার্থী কেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মোফাজ্জল হায়দার। প্রধান অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, দাখিল পরীক্ষায় ২৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো মাদ্রাসা থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। এই কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন সুমা খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হযরত আমীর হামজা (রা.) ইসলামী ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব খান মোশাররফ হোসেন, ফকিরহাট কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আ. ন. ম. ইউনুস আলী, খুলনা বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান এবং উপজেলা যুবদল নেতা শেখ মিলন মাহমুদ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।