ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫

বগুড়ায় ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা রিমান্ডে

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৯:৫৩ পিএম
বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত। ছবি-সংগৃহীত

বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৪ মে) বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট মো. মেহেদী হাসানের আদালত আবেদনের শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

সত্যতা নিশ্চিত করেছেন বগুড়া আদালত পরিদর্শক ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন।

রিমান্ডে নেওয়া পাঁচ জন হলেন- শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বরখাস্ত হওয়া মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান, জেলা ছাত্রলীগের সভাপতি সজিব সাহা, সোহাগ সরকার, তৌহিদুল ইসলাম তৌহিদ ও আজিজ হোসেন আকন্দ।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়ে বৈষম্যরিরোধী আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় মো. নুরুজ্জামান ও সজিব সাহাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

[48672

অপরদিকে, একই দিন বড়গোলায় ছাত্র-জনতার মিছিলে হামলা ও শিমুল নামের এক তরুণের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়। এ মামলার আসামি সোহাগ সরকার ও তৌহিদুল ইসলাম তৌহিদকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

তৃতীয় মামলাটি ঝাউতলা-বড়গোলা রোডে মিছিলে হামলা, মারধর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে করা হয়। এ মামলার আসামি আজিজ হোসেন আকন্দকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত।

উল্লেখ্য, তিনটি মামলায়ই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।