রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এমদাদুল হককে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন হলিস্টিক ফার্মেসির সামনে থেকে তাকে আটক করা হয়।
তিনি উপজেলার বিরালদহ টোনাপাড়া এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এমদাদুল হক দীর্ঘদিন ধরে বানেশ্বর ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠিত করছিলেন। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে নেতাকর্মীদের প্রস্তুত করার অভিযোগে তাকে আটক করা হয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘এমদাদুল হক রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’