মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হন আরও দুজন।
কুয়ান্তানের ভারপ্রাপ্ত ওসিপিডি সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদ বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক মো. সাব্বের হাসান (৩০) এবং দুই যাত্রী মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪) প্রাণ হারিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে যে, তারা কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে একটি টয়োটা আভাঞ্জা গাড়িতে করে যাচ্ছিলেন। চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে ধারণা করা হচ্ছে, যার ফলে গাড়িটি রাস্তার বাম দিকে ছিটকে যায়।’
পরিবার সূত্রে জানা যায়, জাহিদ হাসান সম্প্রতি জীবিকার তাগিদে মালয়েশিয়ায় যান। প্রাথমিকভাবে একটি কোম্পানিতে চাকরি করলেও পরে হঠাৎ অন্য একটি প্রতিষ্ঠানে ট্রান্সফার করা হয়। সেখান থেকেই কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে মালয়েশিয়া পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়ির চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। এটি দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান জানান, ‘প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে নিহত জাহিদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সহায়তা দেবে।’
এই মর্মান্তিক দুর্ঘটনায় জাহিদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা প্রিয়জনের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।