বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্থানীয় ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের মৃত আমীর প্রামাণিকের ছেলে আব্দুর রাজ্জাক চৌবাড়িয়া মৌজায় ৮ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে দখল ও ভোগদখল করে আসছিলেন। তবে প্রায় দুই বছর আগে একই গ্রামের মদিনা বেগমের ছেলে আব্দুল মোমিন জমিটির সামনের অংশ নিজের দাবি করে জোরপূর্বক দখল করে নেন।
ভুক্তভোগী আব্দুর রাজ্জাক স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তিনি ১৪ অক্টোবর ২০২৫ তারিখে খানপুর ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দাখিল করেন।
এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, জমিটির প্রকৃত মালিক আব্দুর রাজ্জাক। প্রভাব খাটিয়ে আব্দুল মোমিন জোরপূর্বক জায়গাটি দখল করে রেখেছেন।
এ বিষয়ে খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পিয়ার উদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার পর দুই পক্ষকে সালিশি বৈঠকে ডেকেছি। স্থানীয়দের সঙ্গেও কথা বলছি। আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হবে।