সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূর করে নবম পে-স্কেল এবং সর্বনিম্ন মূল বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে রেলওয়ে স্টেশন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে আখাউড়া রেলওয়ে শ্রমিক, উপজেলা পরিষদ, কৃষি অধিদপ্তর, মহিলাবিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন, স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের শতাধিক কর্মচারী অংশ নেন। মিছিল শেষে তারা এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দ সোহরাওয়াদী শিপন, মোহাম্মদ আনিছুর রহমান, মোঃ ফজলুর রহমান ও মোঃ ইখতেকার আলম শিমুল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যমুক্ত বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখন পর্যন্ত সেই দাবি বাস্তবায়ন না হওয়ায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। বর্তমান বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সর্বনিম্ন বেতনে একজন কর্মচারীর পক্ষে পরিবার নিয়ে মানবিক ও সামাজিক মর্যাদা সহকারে জীবনধারণ করা অসম্ভব। আমরা আমাদের ন্যায্য অধিকার এবং সাংবিধানিক মৌলিক অধিকার নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করা না হলে, আমরা রেলসহ সকল সরকারি দপ্তরে কঠোর ও লাগাতার আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব।
সমাবেশ শেষে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি পেশ করেন।



