ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫

মাকে মারধরের জেরে এলাকাবাসীর গণপিটুনিতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ১১:১৮ এএম
নিহতের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ছবি- সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাদকাসক্ত ছেলের হাতে মা নির্যাতনের ঘটনায় এলাকাবাসীর গণপিটুনিতে বাবু (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৯ জুলাই) রাতে উপজেলার রামচন্দ্রপুর হাটের বাঘাইরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবু সদর উপজেলার রামচন্দ্রপুর বগিপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবু দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত ছিলেন এবং এ নিয়ে তার পরিবারের সঙ্গে প্রায় পারিবারিক কলহ লেগেই থাকত। বুধবার সকালে বাবুর সঙ্গে তার মায়ের কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর করেন। পরে তার মা এলাকার কয়েকজনের কাছে বিচার দেন। রাত সাড়ে ৮টার দিকে বাবু বাড়ি ফিরলে এলাকাবাসী তাকে শাসনের সময় মারধর করে। এতে ঘটনাস্থলেই মারা যান বাবু।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তার মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি পারিবারিক। তবে যেহেতু মারধরের শিকার হয়ে বাবু মারা গেছেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।