চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগ নেতা শামসেদ হিরুর (৪৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ জুলাই) সকালে ইউনিয়নের একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শামসেদ হিরু (৪৫) শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে ফেরেন। রাজনৈতিক কারণে গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় তিনি সাধারণত ঘরে থাকতেন না। রাতে বাড়ির পাশের একটি ঘরে ঘুমাতে গেলে ভোররাতে স্ত্রী তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
নিহতের ভাই মাহমুদুল হাসান দাবি করেন, ‘ভাইয়ের পা মাটিতে লাগানো ছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।’
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে সকাল ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং সকাল ৮টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’